• শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
  • |
  • |
Headline :
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৬ অপুষ্টিতে দুই কোটি মানুষ গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ রংপুরে সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম তাপমাত্রার মধ্যেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত ৬০ কোটি রুপি হাতিয়ে নিলেন শিল্পা-রাজ? চাঞ্চল্যকর অভিযোগ মুহাম্মদ (সা.)-এর কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয় নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় উৎসবমুখর পরিবেশে সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফিড্রম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ৬ সেপ্টেম্বর পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) এর ওফাত ও জন্মদিন ১২ রবিউল আওয়াল উপলক্ষে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলওয়াত ও পরে জাতিয় সংগীতের মধ্যে দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে হযরত মোহাম্মদ (সা.)-এর শৈশব ও কৈশোর জীবন নিয়ে আলোচনা রাখেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনছুর আলম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বিতার্কিক শেখ মুমিত মাহমুদ।

পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের মুরসালাত আদিয়াত অয়ন। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমকালের পাবনা অফিসের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন টিআইবি পুদক প্রাপ্ত সাংবাদিক উৎপল মির্জা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের সাবেক কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, অনুষ্ঠানের মডারেটর বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর আলম ।

পাবনা জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ পাবনা, ছিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, গোপাল চন্দ্র ইন্সটিটিউশান (জিসিআই) ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী এই বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, কার্যকরী সদস্য ও বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, একাত্তর টেলিভিশনের পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সহযোগী সম্পাদক শিশির ইসলাম,এখন টেলিভিশনের পাবনা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, প্রথম আলো ফটোসাংবাদিক হাসান মাহমুদ ডি, দৈনিক স্পষ্টবাদীর চীফ ক্যামেরা পার্সন তুহিন আব্দুল্লাহ, সময় টিভির আসিফ মাহমুদ, সাংবাদিক সোহাগ মল্লিক, আলামিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, সাংবাদিক আব্দুল মমিন সাগরসহ শতাধিক অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সমকাল পাবনা অফিসের স্টাফ রিপোর্টার ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজু আহমেদ, সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুমনা ঘোষ, পাবনার বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজিজা পারভীন।
মডারেটরের দায়িত্ব পালন করেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।
তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ার লক্ষ্যে সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে বিজ্ঞান বিষয়ক বিতর্ক উৎসব। গত ১০ বছর সাফল্যের সঙ্গে আয়োজিত ১১তম এই আসর বিজ্ঞান নিয়ে স্কুল পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category