• বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
  • |
  • |

সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: নাহিদ

স্পষ্টবাদী ডেস্ক / ৪৫ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে নাহিদ

সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পতিত হাসিনা সরকারের সংবিধান ও সরকার ব্যবস্থা পরিবর্তন করে নতুন সরকার ব্যবস্থা গঠন করতে হবে। গণ অভ্যুথ্থানের এক বছর পরও মানুষ তার অধিকার ফিরে পায়নি। রাষ্ট্রযন্ত্রে অনিয়ম-দুর্নীতি রয়ে গেছে। ’

শনিবার (২৭ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানা চৌরাস্তা মোড় এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলছিলেন।

নাহিদ বলেন, ‘পতিত হাসিনা সরকারের সংবিধান ও সরকার ব্যবস্থার পরিবর্তন করে নতুন সরকার ব্যবস্থা গঠন করতে হবে। এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছিল। কিন্তু, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। সেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল।

পূর্বনির্ধারিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে আসছে। সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে এদেশ থেকে দুর্নীতি চিরতরে পালাবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category