• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
  • |
  • |

শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মোটরসাইকেল আটক

সাইফুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মোটরসাইকেল আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস, জিরা ও একটি মোটরসাইকেল আটক করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির দু’টি পৃথক দল এ অভিযান পরিচালনা করে। ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—২৮০ পিস পন্ডস ফেসওয়াশ, ২৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮০০ পিস জিলেট গার্ড কার্টিজ, ১ হাজার ২০০ পিস স্কিন সাইন ক্রিম এবং একটি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবেলাকোনা গ্রাম ও রাত সাড়ে ৪টার দিকে চান্দাপাড়া পাহাড়ি গ্রামে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category