সুন্দরবন উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর জনপদের সাড়ে চার লক্ষ মানুষের একমাত্র ভরসা খ্যাত সরকারী হাসপাতালে দীর্ঘদিন পরে আবারো চালু হলো গর্ভবতী মায়েদের সিজার আর আলট্রাসোনাগ্রাম ব্যবস্থাপনা।হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় এধরনের উদ্যোগ কে সাধারন মানুষ স্বাগত জানিয়েছেন।
এদিকে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন,দীর্ঘদিন ধরে সিজার ব্যবস্থা, আলট্রাসোনা ও এক্্ররে পরিক্ষা বন্ধ ছিল,ইতিমধ্যে সিজার ও আলট্রাসোনাগ্রাম ব্যবস্থা চালু হয়েছে এ জন্য তিনি হাসপাতালের কর্মরত সকল দ্বায়িত্বশীলদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান পাশাপাশি এক্সরে সহ প্যাথলজ্বি বিভাগ কে সবল রাখার দাবী সহ বহিরাগত প্যাথলজ্বি বিভাগের লোকজনের আনাগোনা বন্ধ করার দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান তিনি। হাসপাতালের আ র ম ডাঃ তরিকুল ইসলাম বলেন,
এখন থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার সিজার চালু থাকবে, সেই সঙ্গে এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে আলট্রাসোনোগ্রাম চালু থাকবে, আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগর হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করতে পারবেন। এছাড়া আর সার্বিক সেবা চালু করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাথ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারন রোগীরা