অন্যদিকে ১/২মাস পর পর সুন্দরবন বন্ধের কারণে চরম ভোগান্তির শিকার এ অঞ্চলের মানুষ ৷ সংসারের পুরুষের একার ক্ষেত্রে উর্পাজন করে জীবিকা নির্বাহ করা দায় হয়ে পড়ায় পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এখন এগিয়ে আসছে ৷ তারই প্রেক্ষিতে উপকূল মানুষের কথা চিন্তা করে
২৫ জন শ্রমিক নিয়ে প্রশিক্ষণের জন্য প্রতিদিন নেট ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ তৈরির কাজ শুরু করেছেন ডাক্তার জিএম হুমায়ুন কবীর ও ইয়াছিন আলী ৷ ডাক্তার জিএম হুমায়ুন কবীর বাজার সংলগ্ন নিজের ভিটার উপর একটি ভবন নির্মানের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ৷ যেখানে ৪শ শ্রমিক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ৷
প্রতিষ্ঠান পরিচালক ডাক্তার জিএম হুমায়ুন কবীর বলেন, গার্মেন্টস কর্মী ইয়াছিন আলীর উৎসাহে উপকূলের বেকারত্ব দূর করার কথা চিন্তা করে তিনি মিনি গার্মেন্টসটি জুন ২০২৫ থেকে শুরু করেছি ৷ আমাদের পরিকল্পনা রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জিন্স প্যান্টের কাজ নিয়ে আমরা কাটিং, সেলাই করে সম্পন্ন করে তাদেরকে দিবো ৷ আমাদের কাটিং মাষ্টার রয়েছে কিন্তু এইসব কর্মীদের প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনার দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা খুবই জরুরি ৷ বর্তমানে আমরা জাল ব্যাগ ও প্লাস্টিকের বাজারের ব্যাগ তৈরি করছি ৷ যেগুলো স্থানীয় বাজারজাত করছি ৷ খুবই কমদামে, ভালোমানের ব্যাগ আমরা বাজারজাত করতে পারছি ৷
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, আমরা বিভিন্ন দপ্তর থেকে উপজেলা ব্যাপি উন্মুক্তভাবে মহিলাদের আবেদনের মাধ্যমে প্রশিক্ষন ৷ তবে এ ক্ষেত্রে তারা আবেদন করতে পারে ৷ পরবর্তী ধাপে তারা প্রশিক্ষনের আওতায় আসবে ৷