• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
  • |
  • |
Headline :
দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে- মাহতাব বিশ্বাস টাঙ্গাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত ডাকসু স্থগিতের প্রতিবাদে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীদের মিছিল ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট শ্যামনগরে সুদেবী গাতিদারের পরিবারের সংবাদ সম্মেলন পাবনা সাংবাদিক ফোরামের এডহক কমিটি গঠন ৩ মাস নিষেধাজ্ঞা শেষ,সুন্দরবনে ফিরছেন জেলেরা

শ্যামনগরে সুদেবী গাতিদারের পরিবারের সংবাদ সম্মেলন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৭৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
শ্যামনগরে সুদেবী গাতিদারের পরিবারের সংবাদ সম্মেলন
শ্যামনগরে সুদেবী গাতিদারের পরিবারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট নাসির আলী ব্রীজ সংলগ্ন শীলতলা এলাকায় স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের গলায় রশি দিয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে রোববার বিকালে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রায় ১৪ দিন আগে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুদেবী গাতিদার গলায় ওড়না বেচিয়ে আত্মহত্যা করে,পরে ময়না তদন্তের জন্য প্রসাশন মর্গে পাঠায়,এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়, সেখানে মৃত্যু টা কে রহস্য জনক এবং একই এলাকার ধুমঘাট শীলতলা এলাকার হাফিজুর হালদার এর ছেলে শাহিন হালদার প্রায় স্কুল যাওয়ার পথে সুদেবীকে উৎত্যাক্ত করতো, আমরা মনে করছি, শাহিনের নেতৃত্বে তার সঙ পাঙ্গুরা আমাদের সুদেবীকে হত্যা করে বাড়ীতে কেউ না থাকার সুবাদে তাকে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে তারা — এতক্ষণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুদেবীর পরিবারে পক্ষ থেকে মিঠুন বৈদ্য জানাচ্ছিল।

তিনি এ সময় আরো বলেন,ইতিপূর্বে উক্ত শাহিন কে আমরা অনেকবার নিষেধ করেছি সুদেবী কে উৎত্যাক্ত না করার জন্য কিন্ত আমাদের কথা না শুনে সুদেবী কে একের পর এক উৎত্যাক্ত করার পাশাপাশি তাকে হত্যা করেছে,তাকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে রেখে বাহিরে থেকে ঘরে তালা মেরে তারা পালিয়ে যায়।সুদেবীর পিতা প্রভাষ গাতিদার বলেন,আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ও মোবাইল ফোনে প্রায় উৎত্যাক্ত করতো শাহিন, বিষয়টি নিয়ে আমার এলাকার লোকজন নিয়ে ওর বাবা কে বলেছি, এ ঘটনায় তার পর থেকে শাহিন আরো ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে কে তার কব্জায় না আনতে পেরে সে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

সুদেবী পরিবারের লোকজনের নিরাপত্তার পাশাপাশি তারা স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের রহস্য জনক মৃত্যুর প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category