• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
  • |
  • |

শ্যামনগরে সামসে্র উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পলিত

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
শ্যামনগরে সামসে্র উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পলিত

সাতক্ষীরার শ্যামনগরে সামসে্র উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পলিত হয়েছে।
মঙ্গলবার (১৯শে আগষ্ট) দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন বাস্তবায়ন করেন। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও আদিবাসী সংস্কৃতিক অনুষ্ঠান। সাতক্ষীরার শ্যামনগরে সামস এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সামসে্র কোঅর্ডিনেটর রাম প্রসাদ মুন্ডার পরিচালনায় গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুল হামিদ অধ্যক্ষ মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজ। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সামসে্র নির্বাহী প্রধান কৃষ্ণপদ মুন্ডা।

বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শরীফু্ল্ল্যাহ কায়সার (সুমন) দেশ টেলিভিশন,গাজী আল ইমরান (নির্বাহী পরিচালক, সিডিও), দিপংকর বিশ্বাস (প্রভাষক আতরজান মহিলা মহাবিদ্যালয়, হরিদাস হালদার (ইউ সদস্য, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরষিদ), চম্পা মল্লিক (বারসিক),শান্তনু রায় (কারিতাস), নির্মল টুডু (সিসিডিবি), আসাদুজ্জামান (প্রেরণা)। আদিবাসীদের অধিকার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অসিত মুন্ডা, সত্যচরন মুন্ডা, রতিকান্ত মুন্ডা, খগেন্দ্রনাথ মুন্ডা (চক প্রধান, গাবুরা, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়ন), প্রশান্ত মুন্ডা (চক প্রধান, রমজান নগর ও কৈখালী ইউনিয়ন) প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য,৯ই আগষ্ট প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আর্ন্তজাতিক আদিবাসী দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি এবছরও উল্লেখিত তারিখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির মুল প্রতিপাদ্য বিষয় ছিল ” আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বৃদ্ধমত্তার সার্থক প্রয়োগ”। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজনে পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category