বুধবার সকালে উপজেলা বিএনপির কার্য্যালয়ে কেক কেটে আর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্য্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১১ টার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠে জড়ো হয়।
পরে একটি শান্তি পুর্ন মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেসি কমপ্লেক্স মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় সকল প্রোগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এদিকে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ,চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু,বিএনপিনেতা আজিজুর রহমান আজিবর,গাজী শাহ আলম,মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, মোঃ আইয়ুব আলী,শহিদুজ্জামান শহিদ,মোঃ মফিজুর রহমান,মাহবুব খোকন,আঃ মতিন,খাঁন আঃ সবুর।
যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ নাজমুল হক,যুগ্ম-আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল,সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, সাবেক কৃষক দলের সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহবয়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব,মোঃ আল মামুন,শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত,সদস্য সচিব মোঃ মাসূদ পারভেজ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তৃরা বলেন,আমাদের দলকে আরো সু সংগঠিত করে আগামী নির্বাচনের সকল প্রকার প্রস্ততি নিতে হবে।