শ্যামনগরের বুড়িগোয়ালিনী বর্ষা এনজিও রিসোর্ট ঝাড়ু হাতে ঘেরাও
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের রবসা রিসোর্টের সামনে বর্ষা এনজিও“র নিকট টাকা পাওয়া নিয়ে নারী-পুরুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২০ আগস্ট) বিকেলে এলাকাবাসী কলবাড়ি বর্ষা এনজিওর অফিস ঘেরাও করে।
খবর পেয়ে বুড়িগোয়ালিনী টুরিস্ট পুলিশের এস আই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় টুরিস্ট পুলিশ ও শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জি এম রুস্তম আলী নেতৃত্বে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।
এনজিওর টাকা নিয়ে বিরোধ মীমাংসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।