শেরপুর সদর উপজেলার শেরপুর সরকারি ভিক্টোরিয়া অ্যাকাডেমির অন্তত ১৬ জন শিক্ষার্থী ভিমরুলের কামড়ে আহত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। হঠাৎ একঝাঁক ভিমরুল ক্লাসে ঢুকে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের আঘাত সামান্য, তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একাধিকবার ভিমরুলের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে।”
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা জানান, বর্তমানে পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় এবং দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।
ঘটনার পর অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে ভিমরুলের বাসা অপসারণসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।