শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী একজন অভিনেত্রী ও মডেল। গত ২১ সেপ্টেম্বর রাতে শুটিংয়ের কথা বলে তাকে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচালক পরিচয় দেওয়া নাছির, তার সহযোগী বাবর ও অজ্ঞাত এক ব্যক্তি ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।
পরদিন (২২ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্তরা ভুক্তভোগীকে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেন। এসময় তার ব্যবহৃত প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার একটি আইফোনও রেখে দেওয়া হয়। ওসি আরও জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।