• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
  • |
  • |

শিক্ষক কর্মচারীদের এক দফা দাবিতে পাবনায় লং মার্চ

শিশির ইসলাম / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
শিক্ষক কর্মচারীদের এক দফা দাবিতে পাবনায় লং মার্চ
শিক্ষক কর্মচারীদের এক দফা দাবিতে পাবনায় লং মার্চ

এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি, পাবনার উদ্যোগে ১৬ অক্টোবর বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচী পালন করা হয়। লংমার্চ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস। দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মাহবুব আলম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের চাকুরী জাতীয় করণের পক্ষে বক্তব্য দেন পাবনা কামিল ( আলিয়া) মাদরাসা‘র অধ্যক্ষ আলহাজ¦

আনছারুল্লাহ, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন ও সহকারী অধ্যাপক পাপিয়া সুবর্ণা, সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক শামসুন নাহার বর্ণা প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় শিক্ষকদের উপর বর্বোরোচিত হামলার দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা এবং আহত শিক্ষকগনের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের দাবির পক্ষে দেশের সর্বস্তরের মানুষের সমর্থন থাকলেও রহস্য জনক কারনে তা বাস্তবায়নে গড়ি মসি করা হচ্ছে। দ্রুত এর সুরাহা করতে হবে।

লংমার্চে সামছুল হুদা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু ,দেওয়ান মাজাহারুল ইসলাম, ফারুক হোসেন, আঃ আজীজ, আব্দুল হামিদ, ফিরোজ ইমরান, তুষার,আইয়ুব আলী, রকিবুল আলম, তায়জুল হোসেন, নিরঞ্জন কুমার সরকার, তাজ মাহমুদ বিশ্বাস , ফিরোজ ইমরান ও ইমাম আলী, সিটি কলেজের সহকারী অধ্যাপক মোখতার হোসেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, শহীদ আহমদ রফিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর সহ প্রায় সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বলেন আগামী ২৪ ঘন্টার মাঝে দাবী না মানলে আমরণ অনশন সহ কঠোর আন্দোলন ডাক দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category