• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
রংপুর রেলওয়ে স্টেশনে চাহিদার ২০ ভাগ টিকিট পাচ্ছে না মানুষ গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ দুই দিনের ব্যবধানে মাটিরাঙ্গায় দ্বিতীয় ধর্ষণ : অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, সেনাবাহিনীর হাতে ধর্ষক আটক ট্রাভেল পাস ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন, মানতে হবে আরও যেসব নির্দেশনা স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত দেশের ৬৪% রেলপথই নড়বড়ে ময়মনসিংহে কেজিতে ১০ টাকা কমেছে সবজির দাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এমপি নেই তবুও ‘এমপি প্রকল্প’ ব্যয় বাড়ছে ৩৯%

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ৩৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশ দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীতে ভাড়া বাসায় ফেরেন।

রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান—ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটি স্বাভাবিক মৃত্যু মনে করলেও অন্যরা রহস্যজনক মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category