যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর একথা জানিয়েছেন।
রাশিয়া এবং ইউক্রেইন অবিলম্বেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর জানিয়েছেন এমন কথাই।
ফোনে এই আলাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, তিনি ইউক্রেইন প্রশ্নে ‘আপোস’ করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ থামাতে কোনও সুরাহায় না পৌঁছতে পারা এবং দুই দেশে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যে সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে এই আলাপ করলেন ট্রাম্প।
“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। আমি তাকে জানিয়েছি, রাশিয়াও ইউক্রেইন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে। এখন আমাদের করণীয় হল—শান্তির পথে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর পথ নির্ধারণ করা।”
পুতিন আগে যে ভাষায় কথা বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তার চেয়ে অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।
পুতিন বলেন, রাশিয়া ভবিষ্যতে সম্ভাবনাময় একটি শান্তিচুক্তির স্মারক নিয়ে ইউক্রেইনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একইসঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধবিরতিসহ অন্যান্য বিষয়ও নির্ধারণ করবে।