• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
  • |
  • |

রাত ৯টায় বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

স্পষ্টবাদী ডেস্ক / ১৩৬ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
রাত ৯টায় বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিব্রতকর ওই হারের লজ্জা ভুলতে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি সিরিজ।

বুধবার (২৮ মে) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এ পর্যন্ত সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।

আজ (১৮ মে) থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category