রাজশাহী পুলিশ লাইন্সের শৌচাগার থেকে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর রাজপাড়া থানার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের তয় তলায় টয়লেটের জানালার ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরের পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা।
তিনি বলেন, মাসুদ রানা কনস্টেবল হিসেবে জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন ও চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।