রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তাদের বয়স ৩০-৪০ বছরের মতো। রবিবার (২ জুন) দিবাগত রাতে মহাখালী এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এসআই এইচ,এম,এ, বাশার জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে নাখালপাড়া মহাখালী রেলগেটের মাঝামাঝি পাগলার পুলের কাছ থেকে এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। তিনি জানিয়েছেন, রাত ১টা ১০ মিনিটের সময়ে কন্টেইনার ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তিনি।
তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।