গ্রেফতারকৃতরা হলেন রংপুর নগরীর মুন্সিপাড়ার রহমতুল্লাহর ছেলে রাকিবুল ইসলাম (২৫), তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মজনু (৪০) এবং সহযোগী আসামী গংগাচড়া উপজেলার মৌলভীবাজার এলাকার আশরাফের ছেলে বাবুল (৫০), আবেদ আলীর ছেলের মাসুদ রানা @ পনির (৩৮), সোলায়মান মিয়ার খরকুর ছেলে দুলাল মিয়া (৫০)।
প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বুধবার রংপুর নগরীর গোমস্তাপাড়ার বাধন ছাত্রাবাসের সামনে রাস্তার পার্শে জহুরুল ইসলাম তার অটোরিক্সাটি রেখে চাবি নিয়ে ভাড়া বাসায় দুপুরের খাবারের জন্য যান। খাবার খেয়ে বের হয়ে দেখেন তার অটোরিক্সাটি নাই । পরে জহুরুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা তদন্তে এসআই মজিবর রহমান রাত্রিকালীন এএসআই মোঃ শাহাদুল ইসলামের সহায়তায় অটোরিক্সা চুরির সাথে জড়িত নগরীর মুন্সিপাড়ার রাকিবুল ইসলাম ও মজনুকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির বিষয়টি স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গংগাচড়ার আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে অটো উদ্ধার করা হয়।
এসময় অটোরিক্সার খোলা বিভিন্ন যন্ত্রাংশ এবং ৪টি ব্যাটারি ও একটি চোরাই অটোরিক্সা জব্দ করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, অটো চুরির মামলার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার অভিযান চালিয়ে অটো উদ্ধারসহ ৫ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।