কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খালে ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা বলছেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।