কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়। এলাকার কেউ মৃত ব্যক্তিকে চেনে না। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।