মেক্সিকোর সহিংসতাকবলিত রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
রবিবার ভোরে সান হোসে ইতুর্বে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর সরকার জানিয়েছে, তারা মারাত্মক এই অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
মেক্সিকান মাদক চক্র অতীতেও পুনর্বাসনকেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া প্রতিদ্বন্দ্বী চক্রের সন্দেহভাজনদের ওপর হামলা চালিয়েছে। গত এপ্রিল মাসে, বন্দুকধারীরা সহিংসতায় জর্জরিত সিনালোয়া রাজ্যে একটি মাদক নিরাময়কেন্দ্রে গুলি চালিয়ে কমপক্ষে ৯ জনকে হত্যা করে।
এ ছাড়া ২০২০ সালে ইরাপুয়াতোর গুয়ানাজুয়াতো শহরের আরেকটি পুনর্বাসনকেন্দ্রে বন্দুকধারীরা ২৭ জনকে গুলি করে হত্যা করে। ২০১০ সালে উত্তর মেক্সিকোর চিহুয়াহুয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে হামলায় ১৯ জন নিহত হয়।