• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
  • |
  • |

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

স্পষ্টবাদী ডেস্ক / ৪০ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। বিদেশি ছুরি হাতে ভিডিওতে ভাইরাল হওয়া চার শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী কামাল্লা গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৬), একই ক্লাসের কামাল্লা গ্রামের আবুল কাশেমের ছেলে ফয়সাল (১৬), সাইফুল মুন্সির ছেলে সাইম (১৬) ও হরিবল রায়ের ছেলে আনন্দ রায় (১৬)।

খোঁজ নিয়ে গেছে, বুধবার (১৩ আগস্ট) সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির গণিত বিষয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষের ভেতরে চার শিক্ষার্থী বিদেশি ছুরি প্রদর্শন করে এবং তার ভিডিও ধারণ করে। পরে আবার ওই শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে দেয়।

এ ঘটনায় মুরাদনগর থানার (ওসি) বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়। কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান জানান, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসামাত্রই আমরা কৌশলে সাইফুল, সাইম ও আনন্দ রায় নামের তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করে দেই। অপর শিক্ষার্থী ওবায়দুল্লাহ বিদ্যালয়ে না আসায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চার শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category