• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফরিদপুরে খালে ডুবে একই পরিবারের দুইজন প্রথম শ্রেণির শিক্ষার্থী মৃত্য শ্যামনগরে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মোস্তফা আল-মামুন’র গণসংযোগ পথসভা অনুষ্ঠিত চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, নেই পুলিশ জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ এপিবিএনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সেনা চায় রোহিঙ্গা নারীরা পিআর সম্ভব না, রিজভী চবি ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি পাবনার সাঁথিয়া মাকে নির্যাতনে, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ রিটকারীকে শুভেচ্ছা জানালেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস

মুরগি ও মসলার দাম বেড়েছে, শতকে শসা

স্পষ্টবাদী ডেস্ক / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
মুরগি ও মসলার দাম বেড়েছে, শতকে শসা

রাজধানীর বাজারে শাক-সবজি ও মুরগির দাম বেড়েছে। প্রতি কেজি শসা এখন শতের ঘরে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমায় এসব নিত্যপণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে জিরা, এলাচসহ কয়েকটি মসলার দামও কিছুটা বেড়েছে।

এতে মাংস খেতে ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হবে।
কাঁচা মরিচের বাজারে উত্তাপ কিছুটা কমেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়ে পণ্যটির দাম কিছুটা কমে এসেছে। এর পরও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। এটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, দাম প্রায় দ্বিগুণ বেড়ে হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে শসা ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। হঠাৎ সরবরাহ সংকটে কাঁচা মরিচের দাম একলাফে প্রতি কেজি ৪০০ টাকায় উঠেছিল। সরকার ভারত থেকে আমদানি শুরু করায় কাঁচা মরিচের উত্তাপ কিছুটা কমেছে। এখন প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুন মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, টমেটো মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, ঢেঁড়স ও পটোল ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, লম্বা লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা।
খুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার সবজিক্ষেত ডুবে গেছে। এ জন্য বাজারে সবজির সরবরাহ কিছুটা কমায় দাম বেড়েছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, ‘টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজি কম আসছে, এতে দাম কিছুটা বেড়ে গেছে। তবে কয়েক দিন আগের তুলনায় কাঁচা মরিচের দাম কমেছে। কিছুদিন আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৬০ টাকা।’

বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে বাজারে মুরগির সরবরাহও কিছুটা কম। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম, প্রতি ডজন ১২০ থেকে ১৩০ টাকা।

মুরগি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে খামারি পর্যায় থেকে ঠিকমতো বাজারে মুরগি আনা যাচ্ছে না। বৃষ্টির মধ্যেই অল্প মুরগি আনা হলেও বাড়তি গাড়িভাড়া দিতে হচ্ছে। এতে দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, কয়েকটি মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে। ভালো মানের এলাচ প্রতি কেজি ছয় হাজার ৫০০ টাকায় উঠেছে। কিছুটা বেড়েছে জিরার দামও, প্রতি কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন ১৮০ থেকে ২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটা দানা) ১১০ থেকে ১২০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category