ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে শহর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, “আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
অনুষ্ঠানে শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশের সার্বিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অধিকার
প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।