আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নলছিটির সুগন্ধা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন রক্ষার এ ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাইয়্যেদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বীরমুক্তিযোদ্ধা রুস্তুম খলিফা, নলছিটি থানার উপপরিদর্শক মো. আতাউর রহমান, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. আল আমিন হোসেন, ভলান্টিয়ার্স অব নলছিটির আহŸায়ক শাহাদাত আলম, পৌর জামায়াতের টিম সদস্য সুলতান মাহমুদ ও স্থানীয় মৎস্যজীবীরা।
২২ দিনের এ নিষেধাজ্ঞার সময় রেজিষ্টার্ড জেলেদের সরকারি সহায়তার চাল দেওয়া হবে বলে সভায় জানানো হয়।