মান্দায় শিক্ষা অফিসারের নৌকা ভ্রমণ: সরকারি নির্দেশনা উপেক্ষায় জনমনে ক্ষোভ
অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ২০২৫ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের স্পষ্ট নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে তিনি ও শিক্ষকদের নিয়ে আনন্দ ভ্রমণে ব্যস্ত থাকেন।
এ ঘটনায় উপজেলার শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা তার দ্রুত বদলি ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।