শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে প্রায় অর্ধশতাব্দী ধরে বসবাসরত এক ভুমিহীন পরিবারকে উচ্ছেদের পর অবশেষে উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে ঐ পরিবারের মাঝে কিছুটা সস্তি ফিরেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬শে আগস্ট ) দুপুরে ভুক্তভোগী পরিবারের মাঝে ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিন বান টিন, ১৮ হাজার টাকার চেক, পাঁচটি পরিবারের জন্য খাদ্যসামগ্রী, শিশু খাদ্য এবং সকলের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়।
সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তবে তারা সরকারি জমিতে দ্রুত পুনর্বাসনের দাবি জানান।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, “অসহায় এই ভুমিহীন পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিকভাবে এসব উপকরণ প্রদান করেছি। যেহেতু তিন বছর আগে উচ্ছেদকৃত জায়গায় ভূমি অফিস করার প্রস্তাব জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয়েছে, তাই খুব শিগগিরই পরিবারটির জন্য বিকল্প জায়গা বন্দোবস্তের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারসহ ভূমিহীনদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।”