• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
  • |
  • |
Headline :
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার গোপনে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়ে দুবাই পৌঁছান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতির তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

মহাসড়ক রণক্ষেত্রে পরিণত, ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

স্পষ্টবাদী ডেস্ক / ৫৩ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্রে পরিণত

টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের আতঙ্কে সাময়িক সময়ের জন্য মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে উভয় পক্ষের ও পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে স্যাটার্ন গার্মেন্টস ও হোপলুন ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট নামানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায়  গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে বেলা ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে ২৩ মে একই প্রতিষ্ঠানের ঝুট নিয়ে এই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বলেন, আমার প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র আছে। এখন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ব্যবসা নিতে এই হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালি মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে হালিম মোল্লা তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কালের কণ্ঠকে বলেন, তিনি এসবের সঙ্গে যুক্ত নয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে  বলেন, পূর্ব বিরোধের জেরে কাজী হুমায়ুনের গ্রুপ ও হালিম মোল্লা গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category