২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা প্রদান করেননি। তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাব প্রদান করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘২০১৫ সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার আগামী জুলাই থেকে বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়বে। এ ক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং দশম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা ১০ শতাংশ হারে পাবেন বিশেষ প্রণোদনা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত ৫ শতাংশ এবং দশম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন।