ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার।
সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আলম। বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম সহ অনেকেই। সভায় ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতিগন অংশ গ্রহণ করেন।