• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান পাপ্পু নিহত ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পাবনায় বৃদ্ধ গ্রেফতার প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ বেড়েছে খেজুর চিনি ছোলার, কমেছে পেঁয়াজের রোজায় বাড়তি চাহিদার পণ্য মাওলানা ভাসানী ছিলেন মেহনতী মানুষের মুক্তির দিশারী- এ্যাড. শিমুল বিশ্বাস শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার দিনাজপুরে শীতকালীন বাদাম চাষে আগ্রহী হচ্ছে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে কলেজ ভাঙচুর জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

খালেদ হাসান ময়মনসিংহ / ৪৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ময়মনসিংহে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে সমবায় বিভাগ ময়মনসিংহ ও সমবায়ীদের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়’ দেশ গর্ভে সমবায়।

গত ০১ নভেম্বর ২০২৫ ইং তারিখ শনিবার দিবসের শুরুতে সমবায় বিভাগ ময়মনসিংহ ও সমবায়ীগনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ হতে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে শেষ হয়।

পরে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও সমবায় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সমবায়ীদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, ময়মনসিংহে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।

সভাপতির পদ অলংকৃত করেন ময়মনসিংহ সমবায় বিভাগের যুগ্ননিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারহানা আফরোজ উর্মি উপনিবন্ধক (বিচার,অডিট ও আইন) বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ আহমেদ, উপজেলা সমবায় অফিসার, সদর, ময়মনসিংহ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম মিয়া, জেলা সমবায় অফিসার, ময়মনসিংহ।অনুষ্ঠানের শুরুতে সভাপতি আমন্ত্রিত অতিথি বৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন।

পরে উপস্থিত জেলার বিশিষ্ট ও সফল সমবায়ীগন সমবায়ের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করে।পরে একে একে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ আলোচনায় অংশ নিয়ে সমবায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category