জালে উঠে আসছে ২-৪টি ছোট আকারের মাছ, কখনো কিছুই মিলছে না। এতে জেলেদের মাঝে হতাশা বাড়ছে, আর বাজারে ইলিশের দাম হয়ে পড়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। মধ্য ও নিম্নবিত্তদের ইলিশ এখন স্বপ্ন। বেতাগী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৪৫০ জন।
কিন্তু এদের মধ্যে ইলিশ মাছ ধরছেন ৩ শ জেলে। প্রতিদিনই শতাধিক জেলে বিষখালী নদীতে ইলিশের জাল ফেলছে। কেউ ফিরছে খালি হাতে আবার কেউ ফিরছে ছোট ও মাঝারি আকারের দু-চারটি ইলিশ নিয়ে।
ঝোপখালী গ্রামের জেলে মোশারেফ হোসেন বলেন, ‘একসময় এই নদী ছিল ইলিশে ভরপুর।
এখন সারা রাত জাল ফেলেও অনেক সময় একটা ইলিশও পাওয়া যায় না। একই গ্রামের জলিল হাওলাদার নামে আরেক জেলে বলেন, ‘জ্বালানি তেল, বরফ, খাবার—সব মিলে দিনপ্রতি ১৫০০ টাকার মতো খরচ হয়, কিন্তু আয় হচ্ছে ৫০০ টাকারও কম। আবার কোনো কোনো দিন সমান সমান থাকা যাচ্ছে।
বেতাগীর মোকামঘাট নামে পরিচিত, ঝোপখালী, পুটিয়াখালী, মোকামিয়া, বদনীখালী, কালিকাবাড়ি ও বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকার বিভিন্ন জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে ইলিশ কমে যাওয়ায় আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দিনভর পরিশ্রম করেও ন্যূনতম খরচ তুলতে পারছেন না তারা।
নদীতে এখন যে ইলিশ মিলছে, তা বেশিরভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। বড় আকারের ইলিশ মিলছে না। দু-একটা কেজি ওজনের মাঝেমধ্যে পাওয়া গেলে দাম নাগালের বাহিরে।
এদিকে, বাজারে ইলিশের দাম দিন দিন চড়া হচ্ছে। বেতাগী পৌরসভার বাজার ঘুরে দেখা গেছে, ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকায়। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম উঠেছে ১৮০০ থেকে ২০০০ টাকা দরে। দাম বেশি হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ইলিশ কিনতে পারছেন না।
বেতাগী বাজারের মাছ ব্যবসায়ী সুনীল হাওলাদার বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী মাছ পাচ্ছি না। জেলেরা নদীতে যাচ্ছে ঠিকই, কিন্তু মাছ নিয়ে ফিরছে না। ফলে বাজারে সংকট বেড়েছে। এজন্য দাম চড়া।’
বেতাগী পৌর শহরে মৎস্য ব্যবসায়ী সুনীল হাওলাদার বলেন, ‘বিষখালী নদীর বিভিন্ন অংশে বালুচর জমে নাব্যতা হারিয়েছে। তীব্র খরা, শিল্পবর্জ্য, নদীর প্রবাহ কমে যাওয়া ও অবৈধ জালের ব্যবহার ইলিশের আবাসস্থল নষ্ট করছে। এসব কারণে প্রজননের সময় মাছ নদীতে আসতে পারছে না।
এ বিষয়ে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান বলেন, ‘ইলিশ চলাচলে বাধা সৃষ্টিকারী সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। জেলেদের সচেতন করা হচ্ছে। ইলিশের নিষেধাজ্ঞার সময় ব্যাপক উপজেলা প্রশাসন ও গঠিত টাস্ক ফোর্স কমিটি মাঠ পর্যায়ে যথাযথভাবে কাজ করছে।