বক্তারা বলেন, মাদক একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
এ সময় তারা সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, সভাপতি মওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ফরাজিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।