• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
  • |
  • |

ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত থেকে বাংলাদেশের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত টহলের সময় তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখা গেলে আটক করা হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছে পাওয়া নথিপত্রে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় কর্মকর্তারা জানান, দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের ঘটনা অত্যন্ত বিরল। তিনি এককভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন নাকি কোনো সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত ছিলেন—তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

বিশ্বের দীর্ঘতম স্থলসীমান্তগুলোর একটি ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশের সীমান্ত প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান, জনবসতি ও নদীনির্ভর এলাকার কারণে উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চলকে অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়।

বিএসএফ দীর্ঘদিন ধরে সীমান্তে নজরদারি জোরদার, প্রযুক্তি ব্যবহার এবং কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু পাচার এবং জাল মুদ্রা চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে।

এক ভারতীয় কর্মকর্তা বলেন, “এ ঘটনা সীমান্ত নিরাপত্তার গুরুত্ব ও সতর্কতার প্রয়োজনীয়তাকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category