• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • |

ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ কয়েক মিনিটেই ব্যর্থ

স্পষ্টবাদী ডেস্ক / ২০০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫
শ্রীহরিকোটা থেকে ১০১তম অভিযানে উৎক্ষেপণ করা হয় রকেট।

ব্যর্থ হল ভারতের মহাকাশ সংস্থা ইসরোর ১০১ তম মহাকাশ অভিযান ৷ রোববার শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) রকেটে ত্রুটি দেখা দেওয়ায় ব্যর্থ হয়েছে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-০৯ কক্ষপথে স্থাপনের এই অভিযান।

ভারতের কার্যকরী রকেট হিসেবে পরিচিত পিএসএলভি-সি৬১ রকেট সকাল ৫ টা ৫৯ মিনিটে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক মিনিটেই অভিযান ব্যর্থ হয়।

ইসরো এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, আজ ১০১ তম উৎক্ষেপণ প্রচেষ্টার দ্বিতীয় পর্যায় পর্যন্ত রকেটের কর্মক্ষমতা স্বাভাবিক ছিল। তবে তৃতীয় পর্যায়ে একটি পর্যবেক্ষণের সময় যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ মিশনটি সফল হতে পারেনি।

প্রাথমিক বিশ্লেষণে বলা হচ্ছে, রকেটটির তৃতীয় পর্যায়ের প্রোপালশন সিস্টেমে ত্রুটির কারণে অভিযান ব্যর্থ হয়েছে। আর রকেটে বহন করা স্যাটেলাইটটি হয় ভুল কক্ষপথে রয়েছে অথবা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে।

ইসরো এখনও স্যাটেলাইটটির বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, বহু মানুষ, বিশেষ করে শিশুরা ও তাদের পরিবার, শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্রে রকেট উৎক্ষেপণ দেখতে চেয়েছিলেন।

তবে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এতে অনেকেই হতাশা প্রকাশ করে জানিয়েছেন, তারা অনেক দূর থেকে এসেও স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখতে পারেননি।

আরেকজন হতাশা প্রকাশ করেন বলেন, উৎক্ষেপণ দেখতে না পেরে খারাপ লাগছে। ১৫০ কিলোমিটার দূরের গ্রাম থেকে এসেছি। তবে পরের বার আবার আসব। আমার স্বপ্ন একদিন ইসরোর চেয়ারম্যান হওয়া। আমি মহাকাশ বিজ্ঞানে খুব আগ্রহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category