• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
  • |
  • |

ভারতের মেয়েরা পাচ্ছেন অর্ধকোটি টাকা পুরস্কার, ঋতুপর্ণারা কোন আশ্বাস পায়নি

স্পোর্টস ডেস্ক / ৫৫ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এমন ঐতিহাসিক অর্জনের পর দেশে ফিরে মধ্যরাতে সংবর্ধনা পেয়েছেন বাংলার বাঘিনীরা। তবে সেই সংবর্ধনার মঞ্চে ছিল না একটাও পুরস্কারের ঘোষণা। শুধু তাই নয় কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি এখনও।

অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র ভারতের ফুটবলে। একই বাছাইপর্বে দারুণ পারফর্ম করে মূলপর্ব নিশ্চিত করায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) মেয়েদের জন্য ৫০,০০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৬১ লাখ টাকার বেশি। শুধু তাই নয়, দেশে ফিরে ভারতের নারী ফুটবলাররাও পেয়েছেন উষ্ণ সংবর্ধনা।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টায় নারী ফুটবল দল দেশের ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নিয়ে এসে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেয় বাফুফে। উপস্থিত দর্শক, বিশিষ্টজনদের প্রশংসায় ভেসে যায় মেয়েরা। বিলবোর্ড, ডিজিটাল ব্যানার, মঞ্চের আলোকসজ্জা, সবই ছিল চোখধাঁধানো। তবে ছিল না, স্বীকৃতির প্রতীক হিসেবে পুরস্কার ঘোষণা।

পুরস্কারের ঘোষণা না দিলেও নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে গত বছর ৯ নভেম্বর দেড় কোটি টাকা ঘোষণা করেছিল। সেই অর্থ এখনো দিতে পারেনি। নারী ফুটবলারদের মধ্যে কয়েকজন মাসে ৫৫ হাজার সম্মানি টাকা পান। দেশে নেই ঘরোয়া লিগ। ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা একেবারে দৃশ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category