স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সমাবেশটি শুরু হতে কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছিলো। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় লোকজন ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। স্থানীয় একটি হাসপাতালের সামনে রাজনীতিক সেনথিল বালাজি সাংবাদিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৬ জন নারী, নয়জন পুরুষ ও ছয়টি শিশু আছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান সংবাদ মাধ্যমকে বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, ভিড়ে অজ্ঞান হওয়ার পর কিছু মানুষকে হাসপাতালে নেয়া হয়।
তিনি জানান, আশেপাশের জেলাগুলোর চিকিৎসদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। তিনি আরাে জানান, নিহত প্রতি পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে এবং ঘটনার তদন্ত করা হবে।