পাবনা সদর উপজেলার ৭নং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে মিনি শিশু পার্ক নির্মাণ, ওয়াকতিয়া নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন এবং এই ইউনিয়নের অন্তর্গত ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষকদের মাধ্যমে ৮০০ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
প্রান্তিক কৃষকদের মাঝে ৪০টি স্পে মেশিন বিতরণ, দুঃস্থ মহিলাদের জন্য ১৫ টি শিলাই মেশিন বিতরণ করা হয়েছে এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৭টি নলকূপ স্থাপন করা হবে।
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ দুপুরে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল কাজের উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের
প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ। ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় সদর উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ও ইউনিয়ন পরিষদের ওয়ান পাস্নন তহবিল থেকে দেয়া হয়েছে।