ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রামপুর এলাকার বাসিন্দা কাজী মিজানুর রহমান বলেন, সরাইল বিশ্বরোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সড়কে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মুখোমুখি সংঘর্ষের মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। আরেকটি মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জেনেছি। তবে নাম-ঠিকানা জানতে পারেনি।’ হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।