• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
  • |
  • |

ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ হতে হবে- পাবনা চেম্বার সভাপতি

শিশির ইসলাম / ৪৮ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ হতে হবে- পাবনা চেম্বার সভাপতি

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেছেন ব্যবসায়ীরাই এদেশের চালিকা শক্তি সুষ্ঠু ব্যবসার মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব, দেশকে উন্নত বিশ্বের মাঝে নিজেদের পরিচয় তুলে ধরতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

২৩শে জুলাই বুধবার সকাল ১১টায়, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় সংগঠনের নিজস্ব মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলান ও পরিচালক এবিএম ফজলুর রহমান এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ব্যবসায়ীদের উদ্যেশে বলেন সারা বাংলাদেশের মাঝে পাবনা চেম্বার অব কমার্স একটি আলোচিত ও উন্নত সংগঠন এটা আপনাদের সবার সংগঠন। আপনাদের যৌক্তিক দাবী আদায়ের সংগঠন। আসুন সকল ব্যবসায়ীর কল্যানে আমরা জেলার সকল ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

কারন ব্যবসা সম্প্রসারণ করতে এবং জনগণের আস্থা কল্যান অর্জনে সবার সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করতে হবে। উক্ত মতবিনিময় সভার শুরুতে অতি সম্প্রতি রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, নবনির্বাচিত কমিটিকে পাবনার বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আখতার, নবনির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাসেদ, পরিচালক, মোঃ রবিউল ইসলাম রবি,মোঃ গোলাম রব্বানী কামনা,এ কে এম মুসা,মোঃ হারুন অর রশিদ, শেখ রতন,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আবুল হোসেন, এইচ এম রেজাউন,মোঃ তাজউদ্দীন মিলন,মোঃ জাহিদ হোসেন জামীম,মাহমুদ হাসান জাহাঙ্গীর, মোঃ ইমরুল হাসান রন্টি,মোঃ অলিউল ইসলাম, মোঃ হারুন অর রশিদ লাইজু, মোঃ সাইফুল আলম লিটন,মোঃ ইফতেখার আলম মুন্না,মোঃ কুতুব উদ্দিন শেখ সুইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মবিল এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মেসার্স সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ডাবলু সহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন এর নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category