বৈশাখী টেলিভিশনের পাবনা জেলা সংবাদদাতা ও পাবনা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমানের দাদী মোছাঃ সাহেরা খাতুন আর নেই। আজ বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১:১৫ টার দিকে তার নিজ বাসভবনে তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁন্দাই দক্ষিণ পাড়া মহল্লার সাহেরা খাতুন দীর্ঘ দিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৩ ছেলে ,২ মেয়ে ও ২৮ নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মিজান জানান, বছর ৯ আগে দাদী ঘরের সিঁড়ি থেকে পরে একটি পা ভেঙে যায়। সে থেকেই অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ায় আজ বুধবার দিবাগত রাতে দাদী ইন্তেকাল করেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১ টায় চাঁন্দাই জান্নাতুল বাকী গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় জানাজা শেষে তাকে চাঁন্দাই জান্নাতুল বাকী গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক মিজানের দাদীর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ,পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি খন্দকার রুমী, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম,সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ সহ অনেকে।