গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি কমেছে। ঢাকায় সবশেষ ভারী বৃষ্টি হয়েছে ১৫ জুলাই। বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি বাড়লে এই ভ্যাপসা গরম কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ছিটেফোঁটা হতে পারে। এছাড়া দুই বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, আজ সকালে ঢাকার আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ বেশি। বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম অব্যাহত থাকা স্বাভাবিক।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তামপাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।