বিশ্বের স্বীকৃত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Quacquarelli Symonds (QS) প্রকাশ করেছে QS World University Rankings 2026। এবার বাংলাদেশ থেকে মোট ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই তালিকায়, যার মধ্যে রয়েছে ৮টি সরকারি ও ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে — অবস্থান ৫৮৪তম।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ৭৬১–৭৭০ ব্যান্ডে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্থান পেয়েছে ৯৫১–১০০০ ব্যান্ডে।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৪০১+ ব্যান্ডে স্থান পেয়েছে। একই ব্যান্ডে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
এই স্বীকৃতি রুয়েটের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রমে এগিয়ে চলার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অর্জন দেশের প্রকৌশল শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি রুয়েটের আন্তর্জাতিক সহযোগিতা ও পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।