• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
  • |
  • |

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল রুয়েট

Banna Yousha / ৪৭ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল রুয়েট

বিশ্বের স্বীকৃত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Quacquarelli Symonds (QS) প্রকাশ করেছে QS World University Rankings 2026। এবার বাংলাদেশ থেকে মোট ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই তালিকায়, যার মধ্যে রয়েছে ৮টি সরকারি ও ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে — অবস্থান ৫৮৪তম।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ৭৬১–৭৭০ ব্যান্ডে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্থান পেয়েছে ৯৫১–১০০০ ব্যান্ডে।
এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৪০১+ ব্যান্ডে স্থান পেয়েছে। একই ব্যান্ডে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
এই স্বীকৃতি রুয়েটের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রমে এগিয়ে চলার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অর্জন দেশের প্রকৌশল শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি রুয়েটের আন্তর্জাতিক সহযোগিতা ও পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category