বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (2nd Phase)’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার কমলাপুর রেলস্টেশন এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জ থেকে আরম্ভ হয়ে স্টেশনের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভিআইপি লাউঞ্জের সামনে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন তামাক সেবনের কুফল, এর স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ব্যবহার কমিয়ে আনতে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।