• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
  • |
  • |

বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের

স্পোটর্স ডেস্ক / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার। মোহাম্মদ আবদুল্লাহ ও রিজান হোসেনের আরও দুই ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে দলীয় শতকের আগেই ৬ উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ বুলবুলিয়া। ৪ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৭৯ বলে ৭২ রান। ২৮৬ রান তাড়ায় ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

১৩০ রানের এই জয়ে বাংলাদেশের যুবাদের হয়ে বল হাতে ভূমিকা রাখেন ইকবাল। তিনি ৭ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

১৯ জুলাই দ্বিতীয় এবং ২২ জুলাই তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category