বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলবিষয়ক অনুষ্ঠান ম্যাচ অব দ্য ডে-র উপস্থাপক, সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার বিবিসি ছাড়ছেন বলে খবর বেরিয়েছে।
সোমবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে বিবিসিরই এক প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।
শনিবার রাতে শেষবার ম্যাচ অব দ্য ডে-র উপস্থাপনা করবেন এবং এর পরই ৬৪ বছর বয়সী সাবেক এ স্ট্রাইকারের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যমটির সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে গুঞ্জন রয়েছে।
এ নিয়ে বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেন, “বিবিসির সুনাম রক্ষার দায়িত্ব সবার, যখনই কেউ ভুল করে, তার খেসারত আমাদের সবাইকে দিতে হয়।”
বিবিসি লিখেছে, লিনেকারকে ধরে রাখা যে যাচ্ছে না, বিবিসির কর্তারা সেটা বুঝতে পেরেছিলেন বলেই মনে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের জন্য আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৮০টি ম্যাচ খেলা লিনেকারকে।