• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
  • |
  • |
Headline :
মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ আজ, ঢাকায় সমাবেশ বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

বিজয় দেবেরাকোন্ডা সিনেমা মুক্তির আগে বিপাকে পড়েছেন

বিনোদন ডেস্ক / ৩৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
বিজয় দেবেরাকোন্ডা সিনেমা মুক্তির আগে বিপাকে পড়েছেন

দক্ষিণী সিনেমার সুপার স্টার বিজয় দেবেরাকোন্ডাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বিজয়কে। নতুন সিনেমা মুক্তির আগে অসুস্থতায় বিপাকে পড়েছেন এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিজয়। দিন দুয়েক আগে সেই প্রেক্ষিতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এ তারকা। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন এ দক্ষিণী অভিনেতা।

শিগগিরই বিজয় দেবেরাকোন্ডার পরবর্তী বিশাল বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। ‘কিংডম’ নিয়ে বেশ প্রচারও চালাচ্ছিলেন বিজয়। তার মাঝখানেই অভিনেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও বিজয় নিজে কিংবা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করে এ খবর নিশ্চিত করা হয়নি। তবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি সূত্রে এ খবর বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে।

এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট থেকেই বিজয় দেবেরাকোন্ডার হাসপাতালে ভর্তির হওয়ার গুঞ্জনের সূত্রপাত। এদিকে আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে বিজয়ের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘কিংডম’। ভারতের স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে এ সিনেমা নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় শরণার্থী সংকট দেখানো হবে।

আগে জানা গেছে, ‘কিংডম’ মে মাসের ৩০ তারিখ মুক্তি হবে। কিন্তু এপ্রিল মাসের পহেলগাম সন্ত্রাসী হামলার আবহে সেই সিনেমা মুক্তি দিতে চাননি নির্মাতা। তাই সেটা পিছিয়ে প্রথমে ৪ জুলাই করা হয়। এবার রিলিজের নতুন দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ৩১ তারিখ প্রেক্ষাগৃহে আসছে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’। এ সিনেমায় ভাগ্যশ্রী বোরসে এবং সত্যদেবও অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category