• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
  • |
  • |
Headline :
নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা ভারত-চীন সম্পর্কে নতুন মোড় পাকিস্তানকে কী বার্তা দিচ্ছে স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় কুমিল্লার ২ বন্ধু, এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ সংক্রান্তে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অর্থের অভাবে রেস্তোরাঁ বন্ধ? মুখ খুললেন শিল্পা শেঠি ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী

বান্দরবান বাসীর কাছে সারজিস আলমকে ক্ষমা চাইতে হবে

স্পষ্টবাদী ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫
বান্দরবান বাসীর কাছে সারজিস আলমকে ক্ষমা চাইতে হবে

‘দুর্নীতিবাজদের বান্দরবান পাঠানোর দায়িত্ব আমাদের’—এমন মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বান্দরবানের ‘ছাত্র সমাজ’। অন্যথায় বান্দরবানে এনসিপির সব কার্যক্রম ‘সম্পূর্ণভাবে অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে বান্দরবানের ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবানের অন্যতম ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল বলেন, যেসব সরকারি কর্মকর্তা ‘শাস্তিস্বরূপ বদলি’ হিসেবে বান্দরবানে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন, তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপমানজনক বদলির চর্চা বন্ধ করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে ‘বিপজ্জনক’ বা ‘চাঁদাবাজ/দুর্নীতিবাজ কর্মকর্তাদের জায়গা’ হিসেবে উপস্থাপনরোধে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ সময় ছাত্র নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—বান্দরবানকে অবমূল্যায়ন বা অবমাননা করা হলে আমরা তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবো।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সার্জিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়—এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য।

এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ।

ছাত্র নেতৃবৃন্দ জানায়, বিষয়টি জানার পর আমরা স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের আশ্বস্ত করেন, ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে সার্জিস আলম জনসম্মুখে ক্ষমা চাইবেন। কিন্তু বাস্তবে ঘটে তার বিপরীত। সার্জিস আলম গত ১৯ জুলাই অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না এবং দলের কোনো কেন্দ্রীয় নেতা এই বিষয়ে একবাক্যও বলেননি। বরং অনুষ্ঠান শেষে আমরা মঞ্চে গিয়ে কেন্দ্রীয় নেতাদের বিষয়টি স্মরণ করালে তারা কর্ণপাত না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান ছাত্রসমাজের প্রতিনিধি আসিফ ইকবাল, আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম, হাসান আল বান্না, জয়নাল আবেদীন, তারেকুল ইসলাম সহ ছাত্র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category