• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
  • |
  • |
Headline :
নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা ভারত-চীন সম্পর্কে নতুন মোড় পাকিস্তানকে কী বার্তা দিচ্ছে স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় কুমিল্লার ২ বন্ধু, এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ সংক্রান্তে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অর্থের অভাবে রেস্তোরাঁ বন্ধ? মুখ খুললেন শিল্পা শেঠি ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী

বাধার মুখে এনসিপি নেতাদের গাড়িবহর কক্সবাজারে

স্পষ্টবাদী ডেস্ক / ৪৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
বাধার মুখে এনসিপি নেতাদের গাড়িবহর কক্সবাজারে

কক্সবাজারের চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর বাধার মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীরা তাদের গাড়িবহর আটকেছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

হান্নান মাসউদ লিখেছেন, “চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।”

এনসিপির এ নেতা আরও লেখেন, “যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।”

জানা গেছে,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর “কটূক্তিমুলক বক্তব্যের” অভিযোগে কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে যুবদল। একপর্যায়ে তারা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা গেছে,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর কটূক্তিমুলক বক্তব্যের অভিযোগে কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে যুবদল। একপর্যায়ে তারা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে নাসির পাটোয়ারী বলেন “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।”

এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

এনসিপি নেতারা সমাবেশস্থল ত্যাগ করার পর পরই ভাঙচুর চালানো হয় সভাস্থল। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা।

একই সময়ে চকরিয়া রামু ও ঈদগাঁও উপজেলা সদরেও এনসিপির পথসভা স্হলেও হামলা চালানো হয়। এ নিয়ে পুরো চকরিয়ায় চরম উত্তেজনা দেখা দেয়। চকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এর আগে গত বুধবার গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। পরে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category