• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “TCV Vaccination Campaign 2025” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক নীলফামারীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রায় ১৫ হাজার মানুষের চলাচল নদী দখল-দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি নদীকর্মী ও বিশেষজ্ঞদের গুইমারায় শিম চাষে ভিডিপি সদস্যদের ভাগ্যবদল ইলিশ কেনাবেচায় সরগরম চাঁদপুরের মাছঘাট ক্ষেতলালে করলা চাষে সফলতা, লাভ বাড়ছে কৃষকের পাবনায় বাঁশবোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ নিহত তিন “পাবনা সোসাইটি”-এর উদ্যোগে ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন

বাগেরহাটে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বাগেরহাটে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি
বাগেরহাটে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের নয়টি উপজেলার বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে তবুও সেই দামে কিনতে পারছে না ক্রেতারা।

১২ কেজির সিলিন্ডারে ক্রেতাকে গুনতে হচ্ছে অতিরিক্ত একশ’ টাকা পর্যন্ত, যা চাপ সৃষ্টি করছে ভোক্তাদের। এ অবস্থা থেকে ভোক্তাকে মুক্তি দিতে হলে সংশ্লিষ্ট বিভাগকে তদারকি অভিযান জোরদার করার কোন বিকল্প নেই বলে সাধারণ জনগণ জানায়। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। সিলিন্ডারের বাড়তি দাম নেয়ার বিষয়ে বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছে এ প্রতিনিধি। তাদেরই একজন সাথী ইসলাম ।

তিনি সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত ১ হাজার ২৭০ টাকা মূল্যের ১২ কেজির সিলিন্ডার গ্যাস কিনেছেন এক হাজার ৩৫০ টাকায়। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৮০ টাকা বেশি। তবে কোন কোন দোকানে সিলিন্ডার প্রতি একশ’ টাকা বেশি দিতে দিতে হচ্ছে ক্রেতাদের। তিনি বলেন, এক এক দোকানে ভিন্ন দাম রাখা হচ্ছে। তবে আমরা সরকার নির্ধারিত দাম বুঝি না। দরকার হলে কিনি। দাম না কমলে আমাদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ে। ভাড়ার রিকশা চালিয়ে কতই বা আয় হয়! গ্রামে হলে কাঠ-কুটো দিয়েও দু’সাজ রান্না করা যায়।

কি করবো এটাতো শহর। দু’মুঠো খেতে হবে তাই জানি, দরদাম বুঝিনা। মোরেলগঞ্জের এস.এম. কলেজ রোডের একজন খুচরা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার যে রেট দিয়েছে সেই রেটে ডিলাররা তাদের কাছে গ্যাস বিক্রি করে। তারা এনে খুচরা ক্রেতার কাছে আরো ৭০/৮০ টাকা বেশী দামে বাধ্য হয়ে বিক্রি করেন। এতে করে খুচরা ক্রেতা সরকারের বেধে দেয়া দামে গ্যাস পান না। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি জানান ওই খুচরা বিক্রেতা। তিনি বলেন, তার দোকানে ওমেরা ও বসুন্ধরা কোম্পানীর গ্যাস ১৩৫০ টাকা আর দুবাইসহ অন্যান্য কোম্পানীর গ্যাস ১৩৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

সিলিন্ডারের দাম কেন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি এ বিষয়ে ডিলাররা জানান, সরকার নির্ধারণ করে দিলেই তো সমাধান হয় না। ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে আমরা খুচরা বিক্রেতাদের সিলিন্ডার সরবরাহ করে থাকি। তারাও সেইভাবে বিক্রি করে। মোরেলগঞ্জের খুচরা বিক্রেতা বসুন্ধরা ডিলার মোঃইয়াসিন বলেন, “সরকারের নির্ধারিত দাম মানেনা বেক্সিমকো, বসুন্ধরা। কাস্টমারের সাথে ক্যাচাল করতে ভালো লাগে না, এজন্য পেট্রোম্যাক্স বিক্রি করি। এরা সরকার নির্ধারিত দামের নিচে বিক্রি করে।

আমরাও কম দামে বিক্রি করতে পারি।মোরেলগঞ্জের স্টোরে ১২ কেজি ওজনের বসুন্ধরা গ্যাস বিক্রি হচ্ছে ১৩৬০ টাকা। ওমেরা গ্যাস ১৩৫০ টাকা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে মোরেলগঞ্জের এস.এম. কলেজ রোডের এম. এস এন্টারপ্রাইজে। এ দোকানে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে গ্যাস।

দোকানের সামনে স্টিকারে লেখা রয়েছে, ‘সেপ্টেম্বর’ মাস ২০২৫, দাম ১২৭০/-। এখানে সরকারি নির্ধারিত নায্য মূল্যে ১২ কেজি এলপি গ্যাস বিক্রি করা হয়। দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হওয়ার কারণ জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচাললে শরিফা সুলতানা বলেন, “সরকার নির্ধারিত মূল্য দু’ একটি কোম্পানি মানে না। তবে একেবারে যে মানেনা এমন না। আমাদের অভিযান চলমান রয়েছে। তারপরও যেহেতু নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে, আমরা আবারও অভিযান পরিচালনা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category